পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ঠাকুরগাঁওয়ের রাণীশকৈল উপজেলার সন্ধ্যারই গ্রামে সেলিম ও নান্নু নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের খলিলের ছেলে। সেলিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ছোট ভাই নান্নুও ওই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। গরুকে গোসল করার পর নিজেরা গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়।এ ঘটনায় রাণীশংকৈল থানা পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনাটি শুনেছি। পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হবে।রিপন/ এমএএস/পিআর
Advertisement