আন্তর্জাতিক

জার্মানিতে কঠোর হচ্ছে অভিবাসন নীতি

নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছে জার্মান। নতুন নীতি অনুযায়ী ফিনল্যান্ড আর সুইডেনের পর এবার জার্মানিতেও কঠোর হচ্ছে অভিবাসন নীতি। আলজেরিয়া, মরক্কো এবং তিইনিসিয়াকে ‘নিরাপদ দেশের’ তালিকার অন্তভূক্ত করা হয়েছে। ফলে এসব দেশের অভিবাসন প্রত্যাশীদের জার্মানিতে ছাড়পত্র পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। খবর- বিবিসি, দ্য গার্ডিয়ান।গত বছরের গৃহযুদ্ধ কবলিত সিরিয়া ছেড়ে আসা শরণার্থীরাসহ ১ কোটি ১০ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার পর জার্মানির সরকারের তরফে নতুন নীতিমালার ঘোষণা দেওয়া হলো। জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল এ নতুন নীতির ঘোষণা দেন।নীতিমালা অনুযায়ী দুই বছরের মধ্যে পরিবারের অন্য সদস্যদের নিয়ে আসার ক্ষেত্রে কিছু কিছু শরণার্থীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানানো হয়। অর্থাৎ যেসব অভিবাসন প্রত্যাশীর আবেদন বাতিল হয়ে গেছে কিন্তু তাদের দেশে ফেরত পাঠানো ঝুঁকিপূর্ণ, সেসব ক্ষেত্রে ওই অভিবাসীকে জায়গা দেওয়া হলেও পরিবারকে আনার সুযোগ থাকবে না।এদিকে অভিবাসীদের জন্য জার্মানিতে উন্মুক্ত দরজা নীতি ঘোষণার পর গত কয়েক মাস ধরেই রাজনৈতিকভাবে চাপের মুখে পড়েন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। বর্ষবরণে কোলন শহরে যৌন নিপীড়নের ঘটনায় শরণার্থীদের সংশ্লিষ্টতার প্রসঙ্গ উঠলে সেই চাপ আরো বেড়ে যায়।উল্লেখ্য, জার্মানির ঘোষণার আগেই হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে বিতাড়িত করার ঘোষণা দেয় সুইডেন ও ফিনল্যান্ড। গত বুধবার অন্তত ৮০ হাজার অভিবাসন প্রত্যাশীর আবেদন বাতিল করা হতে পারে বলে ঘোষণা দেয় সুইডেন। এছাড়া ৩২ হাজার অভিবাসন প্রত্যাশীর মধ্যে দুই তৃতীয়াংশেরই আবেদন খারিজ হয়ে যেতে পারে বলে জানিয়েছে ফিনল্যান্ড সরকার।আরএস/পিআর

Advertisement