সারাদেশে বন্যায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে।
Advertisement
বন্যা সৃষ্ট দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়। তবে সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
বুধবার (১৩ জুলাই) সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এত বলা হয়, বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে।
Advertisement
বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৯ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।
এছাড়া বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২১ জন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৯১ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৭ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১২, ময়মনসিংহ বিভাগে ৪১ ও সিলেট বিভাগে ৬৪ জন এবং ঢাকা বিভাগে একজনসহ মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। এখানে ১৭ মে থেকে ১৩ জুলাইয়ের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
Advertisement
হবিগঞ্জ জেলায় ৭ ও মৌলভীবাজারে ১০ জন মারা গেছেন। নেত্রকোনায় ১৯, জামালপুরে ৯ ও ময়মনসিংহে ছয়জনের মৃত্যু হয়েছে।
এছাড়া শেরপুরে মারা গেছেন সাত, কুড়িগ্রাম পাঁচ ও লালমনিরহাটে সাতজন মারা গেছেন। টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।
এএএম/জেডএইচ/জেআইএম