ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী।
Advertisement
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রামের মল্লিকপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রীর (১৪) বিয়ে বন্ধ করেন ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই কিশোরীর আজ বিয়ে হওয়ার কথা ছিল। সংবাদ পেয়ে দুপুরে ওই বাড়িতে হাজির হন ইউএনও আশিকুর রহমান চৌধুরী। এ সময় ওই স্কুলছাত্রীর মায়ের সঙ্গে কথা বলে তাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন।
স্থানীয় কাউন্সিলর মির্জা আব্বাস জাগো নিউজকে বলেন, ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে। ওই মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে নিষেধ করা হয়েছে।
Advertisement
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘বাল্যবিয়ে হচ্ছে জানতে পেরে স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে করে ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। ওই মেয়ের মা আমাকে কথা দিয়েছেন, পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না।’
এন কে বি নয়ন/এসআর/এএসএম