দেশজুড়ে

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে ট্রেন বিকল হয়ে বন্ধ হওয়ার দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হলে চলাচল স্বাভাবিক হয়।ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে গেলে শুক্রবার সকাল সোয়া ৮টা থেকে ঢাকার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চল ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে মেরামত করা হলে দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রাজশাহী-খুলনা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর

Advertisement