ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে ছয় লেনে উন্নীত হবে। এ বিষয়ে কাজ করতে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবকে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Advertisement
মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর (চার) লেন থেকে সিক্স (ছয়) করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। আমি নিজে রোজার ঈদে নোয়াখালী গিয়েছিলাম। তখন আমরা আসার সময় রাস্তার অবস্থা, রাস্তায় যে প্রচণ্ড চাপ, তা লক্ষ্য করেছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ করেছি, প্রধানমন্ত্রীও এ ব্যাপারে মত দিয়েছেন। সচিব আসার পর বলেছি, আপনার প্রথম দায়িত্ব এটি, এটা করেন। এ মহাসড়কে ট্রাকের বিশ্রামাগারগুলোর মধ্যে দুটোর কাজ প্রায় হয়ে গেছে। বাকি দুটোর কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে।
Advertisement
তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল উদ্বোধন করা হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন হবে।
আইএইচআর/জেএস/জেআইএম