প্রতিবারের মতো এবারেও বর্ণিল সাজে সেজেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন। নাটক, সিনেমা, নানা অনুষ্ঠানের ফাঁকে সেখানে প্রচার হবে টেলিফিল্ম ‘রিস্কি লাভ’। এর রচনা করেছেন পাপ্পু রাজ ও পরিচালনা ওসমান মিরাজ।
Advertisement
টেলিছবিটি প্রচার হবে আজ ঈদের ৩য় দিন বেলা ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, জোভান ও আরো অনেকে।
পরিচালক তার টেলিছবির গল্প সংক্ষেপে বলেন, ক্যামেরা ওপেন হতেই দেখা যায়, সুরুজ আলী দৌড়াচ্ছে। তার পেছনে দু-তিনজন ছেলে হাতে লাঠি নিয়ে তাকে ধাওয়া করছে। সুরুজের জুতা ছিড়ে রাস্তায় হোচট খেয়ে পড়ে যায়। ছেলে গুলো সুরুজ কে ঘিড়ে ধরে। পিটানি শুরু করবে, সেই মূহুর্তে, পর্দায় এন্ট্রি হয় খুশির। খুশি এলাকার এক চা ওয়ালি নানীর নাতনী। মূলত সে আর তার বান্ধবী তালশি, সুরুজকে পেটানোর জন্য লোক ভাড়া করেছে।
সুরুজ, খুশির কাছে আর তালাশির কাছে মাফ চেয়ে কসম খেয়ে বলে সে আর কোনদিন এই এলাকায় আসবে না। তার দোকানপাতি নিয়ে আজই এলাকা ছেড়ে চলে যাবে। যাবার সময় খুশি, সুরুজের কাছ থেকে তিনটা ছেলে ভাড়া করার ৬০০ টাকা রেখে দেয়। কেন?
Advertisement
তার উত্তর জানা যাবে টেলিফিল্মের শেষে। নানান মজার ঘটনায় এগিয়ে যায় টেলিফিল্মের গল্প।
এলএ/জেআইএম