ক্যাম্পাস

১৫ দিন ধরে ইন্টারনেটহীন জাবির হলগুলো

ডিজিটালাইজেশনের এই যুগেও প্রায় ১৫ দিন ধরে ইন্টারনেট সংযোগ নেই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে। হলে ইন্টারনেট সংযোগ না থাকায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।ইন্টারনেট এর সার্বক্ষণিক সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ম্যানেজমেন্ট সেন্টারকে দায়ি করছেন শিক্ষার্থীরা। একাধিক শিক্ষার্থী এই সেন্টারকে অদক্ষ ও অযোগ্য লোকের অভয়াশ্রম বলেও মনে করছেন।এদিকে, ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ না থাকায় এক বিবৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে তারা বলেন, প্রশাসনের এ ধরণের কর্মকাণ্ডের সাথে আমরা কম-বেশি অভ্যস্থ হলেও এবারের ঘটনাটি প্রশাসনের শ্লথগতি, অদক্ষতা, অযোগ্যতা, অদূরদর্শিতা সর্বপরি প্রশাসিনক দেউলিয়াপনারই বহিঃপ্রকাশ।বিবৃতির পর শিক্ষকদের ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হলেও আবাসিক হলগুলোতে ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ আছে।এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ম্যানেজমেন্ট সেন্টারের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মো. নাইমুল ইসলাম বলেন, বিটিসিএল এর যে সংযোগের মাধ্যমে সংযোগ দেয়া হয়েছে তার ক্যাবল নষ্ট হয়ে গেছে। ক্যাবল মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসান আল মাহমুদ বলেন, উচ্চতর পড়ালেখা অনেকাংশে ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে। পাঠ্যপুস্তকে নতুন আবিষ্কৃত তথ্যসমূহ সংযোজিত থাকে না বলে বিভিন্ন কোর্স সংশ্লিষ্ট নতুন নতুন তথ্য জানার জন্যে ইন্টারনেটের বিকল্প নেই শিক্ষার্থীদের। কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইন্টারনেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, হলের ইন্টারনেটের দায়িত্ব তাদের না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলোতে ওয়াইম্যাক্স সংযোগের মাধ্যমে ওয়াইফাই সংযোগ দেয়ার জন্য ভাবছেন।হাফিজুর রহমান/এসকেডি/এমএস

Advertisement