দেশজুড়ে

চোরাচালান প্রতিরোধে এসপি এহসানের প্রথম স্থান অধিকার

মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। সম্মাননা সরূপ পেয়েছেন ক্রেস্ট। পুলিশের আইজিপি একেএম শহীদুল হক প্রধান অতিথি হিসাবে এ সম্মাননা ক্রেস্ট তার হাতে তুলে দেন। বার্ষিক পুলিশ সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে এসব সম্মাননা দেয়া হয়।মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু জাগো নিউজকে জনান, মাদক, চোরাচালানসহ জঙ্গি দমনে মাগুরার পুলিশ সুপার বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। ইতিমধ্যে তিনি ছোট জেলা মাগুরার স্কুল-কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করেছেন। উল্লেখ্য, মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর নেতৃত্বে গত দুই মাসে (নভেম্বর ও ডিসেম্বর) শুধুমাত্র মাদক আইনে মাগুরা সদর থানায় দুইশ` মমলা রজু হয়েছে। যা গত ২০ বছরেও হয়নি। গ্রেফতার হয়েছে চাঞ্চল্যকর মামলার অসংখ্য আসামি।এ সম্মাননা ক্রেস্ট পাওয়ায় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা পরিষদ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে `গ` ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। এ গর্ব শুধু তার একার নয় বরং মাগুরাবাসী তথা দেশ ও জাতির। মাগুরাবাসীর একান্ত সহযোগিতায় এ সম্মাননা তিনি অর্জন করতে পেরেছেন বলে আশা ব্যক্ত করেন। দোয়া চেয়েছেন পরবর্তীতে যেন দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।আরাফাত হোসেন/এআরএ/এমএস

Advertisement