ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হলো বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। এরই মধ্যে জাতীয় দলের হয়ে ২২টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এ স্পিনার।
Advertisement
বাংলাদেশের ১৩৮তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যাপ পেলেন নাসুম। ঘরোয়া লিস্ট 'এ' ক্রিকেটে ৫৩ ম্যাচ খেলে তার শিকার ৭০ উইকেট। ম্যাচে চার উইকেট নিয়েছেন তিনবার, একবার পেয়েছেন ৫ উইকেট।
নাসুমের অভিষেক হলেও, ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ানডে ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়া এনামুল হক বিজয়কে নেওয়া হয়নি প্রথম ম্যাচে। অথচ এর আগেই চলতি সফরে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বিজয়।
কিন্তু যেই ফরম্যাটে বিশ্বরেকর্ড ১১৩৮ রান করে জাতীয় দলে ফিরেছেন, সেই ফরম্যাটেই নেওয়া হলো এ ডানহাতি ওপেনারকে। অবশ্য এরপরও রয়েছে দুইটি ম্যাচ। সে দুই ম্যাচে সুযোগ পেতেও পারেন বিজয়।
Advertisement
গায়ানার প্রভিডেন্স পার্কে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রায় সোয়া দুই ঘণ্টা পিছিয়ে যাওয়া ম্যাচটিতে ইনিংসপ্রতি খেলা হবে ৪১ ওভার করে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস ও গুদাকেশ মোতি।
এসএএস/এএসএম
Advertisement