খেলাধুলা

প্রশ্নবিদ্ধ হেলমেট সুরক্ষা ব্যবস্থা

হিউজ ঘটনার পরে বিশ্ব ক্রিকেটে ফের নতুন করে উঠে পড়েছে বাউন্সারের সামনে ব্যাটসম্যানের সুরক্ষার প্রশ্ন। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও কীভাবে ফিল হিউজ সিডনিতে বাউন্সারে মাথায় চোট পেলেন, তা খতিয়ে দেখছে তার হেলমেট প্রস্তুতকারক সংস্থা মাসুরি।সিডনি বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স বিশেষজ্ঞ অ্যাডওয়ার্ড ফার্নান্ডো বলেন, `হেলমেটের ভেতরে স্কালক্যাপ ব্যবহার করার কথা উঠছে। কিন্তু শতকরা ১০০ ভাগ সুরক্ষা তার পরেও পাওয়া কঠিন। কারণ বল বেকায়দায় লাগতেই পারে। এটা অনেকটা ফর্মুলা ওয়ান রেসিংয়ের মতো। আপনি সুরক্ষা ব্যবস্থা বাড়াতেই পারেন। কিন্তু তাতেও যে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।’দুবাইয়ে এক সভায় যোগ দিতে আসা বিতর্কিত আইপিএল চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর রামন আবার ব্যাটসম্যানের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘সব দেশের ক্রিকেট বোর্ড এবং আইসিসির সুরক্ষা নিয়ে নতুন করে ভাবা দরকার। খেলায় দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু সুরক্ষাটা যত বেশি সম্ভব নিশ্চিত করা দরকার।’মাসুরির প্রাথমিক তদন্তে দেখা যায়, হিউজ পুরনো মডেলের হেলমেট পরেছিলেন। সেই মডেলের হেলমেটে ব্যাটসম্যানের মাথা পুরোপুরি সুরক্ষিত থাকে না। তাই অনেকে মনে করেন, হিউজ নতুন মডেলের হেলমেট পরলে এই দুর্ঘটনা ঘটত না। মাসুরি এখন ‘দ্য ভিশন সিরিজ’ বলে যে হেলমেট বের করেছে তা সব দিক দিয়ে সুরক্ষিত বলে দাবি করা হচ্ছে। অবশ্য নতুন হেলমেট পরলেই যে এমন ঘটতা না- এ দাবি মাসুরির পক্ষ থেকে করা হয়নি।সত্তরের দশকে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যানরা হেলমেটের ব্যবহার শুরু করেন। এই ব্যাপারে পথিকৃৎ ছিলেন ইংল্যান্ডের ওপেনার ডেনিস অ্যামিস। তিনি বলেছেন, ‘আমার প্রথম হেলমেটটা ছিল মোটরসাইকেলের হেলমেট। তখন হেলমেটে গ্রিল থাকত না। পরে এসব আসা শুরু হয়।’

Advertisement