চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মসজিদের অর্থের হিসাব নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (১০ জুলাই) সকালে উপজেলার কসবা ইউনিয়নে পাঠান ও পেচি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
Advertisement
স্থানীয়রা জানান, কসবা ইউনিয়নের পাইকোড়া মধ্যপাড়া জামে মসজিদের বর্তমান ও সাবেক কমিটির সদস্যদের মধ্যে অর্থ ও মসজিদের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ হাসুয়া, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কসবায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) পাঠানো হয়েছে। আহত অন্যদের রহনপুর ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি।
Advertisement
সোহান মাহমুদ/এসআর/আরএইচ/এএসএম