কৃষি ও প্রকৃতি

আখের লাল পঁচা রোগ হলে যা করবেন

আখ আমাদের দেশের গুরুত্বপূর্ণ ফসল। তবে ক্ষেতের আখ মারাত্মক রোগে আক্রান্ত হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। আখের ক্ষতিকর একটি রোগ রয়েছে। যা পাতার মধ্যশিরায় লাল দাগের সৃষ্টি করে। এ রোগকে মধ্যশিরার লাল পচা বা রেড রট বলে। এই রোগ হলে চাষিরা আখ চাষে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। এ রোগ হলে করণীয় কি চাষিদের তা জেনে রাখা জরুরি।

Advertisement

সর্বপ্রথম পত্রফলকে ছোপ লাল দাগ দেখা যায় তখন রেড রট বলা হয়। আক্রান্ত আখ লম্বালম্বি চিড়লে কাণ্ডের অভ্যন্তরে লম্বালম্বি লাল দাগ দেখা যায়। দাগের মাঝে মাঝে আড়াআড়িভাবে সাদা দাগও দৃশ্যমান হয়।

আখের পরিপক্ক বয়সে এ রোগের আক্রমণে তৃতীয় বা চতুর্থ পাতা প্রথমে হলুদাভ রং ধারণ করে পরবর্তীতে অন্যান্য পাতাও হলদে হয়ে শুকিয়ে যায়। এই দাগই এ রোগের বৈশিষ্ট্য সূচক চিহ্ন। আক্রান্ত গাছ থেকে এক ধরনের মদের মতো গন্ধ বের হয়। পরবর্তীতে আক্রান্ত আখের ভেতরে ফাঁপা হয়।

লাল পচা রোগাক্রান্ত আখ কিছুদিনের মধ্যে মারা যায় ও শুকিয়ে যায়। রোগাক্রান্ত গাছ দেখা গেলে তুলে মাটিতে পুতে অথবা পুড়িয়ে ফেলতে হবে। জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা নিতে হবে। রোগাক্রান্ত জমিতে মুড়ি আখের চাষ বন্ধ করতে হবে। রোগমুক্ত অনুমোদিত বীজ ব্যবহার করতে হবে।

Advertisement

আগাম চাষ পদ্ধতি অনুসরণ করতে হবে। ৫৪ সেন্টিমিটার তাপমাত্রায় আর্দ্র গরম বাতাসে ৪ ঘণ্টাকাল বীজ শোধন করে লাগাতে হবে। আখ কাটার পর পরিত্যক্ত অংশ ঐ জমিতেই পুড়িয়ে ফেলতে হবে। এসব নিয়ম মেনে চললে এ রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।

এমএমএফ/এএসএম