আন্তর্জাতিক

ভারতের ২০টি স্মার্ট সিটির তালিকা প্রকাশ

ভারতের ২০টি স্মার্ট সিটির তালিকা প্রকাশ করেছে সেদেশের সরকার। তবে তালিকায় ঠাঁই হয়নি পশ্চিমবঙ্গের কোনো শহরের। তালিকা তৈরিতে কোনো ভৌগলিক বিষয়কে গুরুত্ব দেয়া হয়নি। বরং, দেশটির সব জায়গা থেকে বাছাই করা হয়েছে শহরগুলোকে।বৃহস্পতিবার দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু প্রথম পর্যায়ে ২০টি শহরকে স্মার্ট সিটি হিসেবে ঘোষণা করেন। তালিকার এক নম্বরের জায়গাটি দখল করে নিয়েছে উড়িষ্যার রাজধানী ভূবনেশ্বর। মধ্যপ্রদেশের সর্বাধিক তিনটি শহর স্থান পেয়েছে তালিকায়।স্মার্ট সিটিতে বিদ্যুৎ. পানীয় জল, আবাসন, তথ্যপ্রযুক্তি, পানি নিষ্কাশন ব্যবস্থা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা মিলবে যথাযথ। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৫০ হাজার কোটি রুপি। আগামী দুই বছরে পর্যায়ক্রমে আরও ৪০ ও ৩৮টি শহর স্মার্ট সিটিতে অন্তর্ভুক্ত করা হবে।তালিকার ২০টি শহর হলো১) ভূবনেশ্বর, উড়িষ্যা২) পুণে, মহারাষ্ট্র৩) জয়পুর, রাজস্থান৪) সুরাট, গুজরাট৫) কোচি, কেরালা৬) আহমেদাবাদ, গুজরাট৭) জব্বলপুর, মধ্যপ্রদেশ৮) বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ৯) সোলাহপুর, মহারাষ্ট্র১০) দাবানগেরে, কর্ণাটক১১) ইনদোর, মধ্যপ্রদেশ১২) এনডিএমসি, দিল্লি১৩) কোয়েম্বাটোর, তামিলনাড়ু১৪) কাকিনাড়া, অন্ধ্রপ্রদেশ১৫) বেলগাউম, কর্ণাটক১৬) উদয়পুর, রাজস্থান১৭) গুয়াহাটি, আসাম১৮) চেন্নাই, তামিলনাড়ু১৯) লুধিয়ানা, পাঞ্জাব এবং২০) ভূপাল, মধ্যপ্রদেশ।বিএ

Advertisement