রাজনীতি

আমেরিকা-দিল্লির দিকে তাকিয়ে থাকে দেশের দুটি দল

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের চেয়ারম্যান মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, দেশে দুটি দল আছে যাদের একটি তাকিয়ে থাকে আমেরিকার দিকে অপরটি দিল্লির দিকে। তাহলে আমাদের স্বাধীনতা কোথায় রইলো। যদি ওই দুই দেশের কথায় দেশ চালানোর কোনো পরিকল্পনা কিংবা ষড়যন্ত্র হয় তাহলে আমরাও দেশ রক্ষায় যুদ্ধ করতে পিছপা হবো না।বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা কমিটির সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকারের প্রধানমন্ত্রী তসবিহ জপেন, কোরআন শরিফ পড়েন, নামাজ পড়েন শুনতে পাই। আমাদের প্রধানমন্ত্রী যদি নামাজি হন তাহলে নামাজিরা আপনাকে খারাপ জানবে কেন। আপনার হাতে আমরা তসবিহ দেখেছি তাহলে ইসলামের উপর হামলা হবে কেন। আপনার লোকেরা বলে শুনি আপনি কোরআন পড়েন। যদি তাই হবে তবে দেশের যেখানে যেখানে কোরআন পড়া হয়ে থাকে সেই মাদ্রাসায় হামলার হুমকি আসবে কেন। শব্দ দূষণের নামে মসজিদের আজান বন্ধ, যানজটের নামে মাহফিল বন্ধের পায়তারা চলছে। এ ধরনের কিছু করা হলে ভবিষ্যতে যারা ষড়যন্ত্রকারী তাদের বাংলার মাটিতে ঠাঁই দেয়া হবে না। নাস্তিকেরা এ দেশে থাকতে পারবে না। অস্ত্রের ভয়, গুলি করে মুসলমানদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।এর আগে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা সম্মেলন-২০১৬ অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম আল আমিন ২০১৫ সালের কমিটি বিলুপ্ত করে মো. ওমর ফারুককে সভাপতি, মো. মামুনুর রশিদকে সহ-সভাপতি এবং মো. এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. ওমর ফারুক।মো. শাহাদাত হোসেন/বিএ

Advertisement