ঈদের দিন সেমাই না খেলে কি চলে! এদিন বাহারি সব সেমাইয়ের পদ তৈরি করেন সবাই, কেউবা নবাবি সেমাই, দুধ সেমাই আবার কেউ শাহি সেমাই। এসবের মধ্যে জর্দা সেমাইও কিন্তু সবার পছন্দের।
Advertisement
তবে এই সেমাই রাঁধতে গিয়ে গৃহিণীরা বেশ মুশকিলে পড়েন। কারণ একেবারে ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে গেলে কিছুটা সতর্ক থাকতে হয়। আবার সব উপকরণের পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।
এ কারণে অনেকেই জর্দা সেমাই রাঁধতে গিয়ে বেশি নরম করে ফেলেন। তারা চাইলে এই রেসিপি অনুসরণ করে খুব সহজেই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে পারবেন। জেনে নিন রেসিপি-
উপকরণ
Advertisement
১. সেমাই ১ প্যাকেট২. চিনি দেড় কাপ৩. পানি পরিমাণতো৪. ঘি আধা কাপ৫. তেজপাতা ২টি৬. এলাচ ২/৩টি৭. কিশমিশ আধা কাপ৮. কোড়ানো নারকেল ১কাপ৯. লবণ এক চিমটি১০. দারুচিনি ছোট ২ টুকরো ও১১. বাদাম কুচি পরিমাণমতো।
পদ্ধতি
প্রথমে চুলায় প্যান বসিয়ে ঘি গরম করে এলাচ, দারুচিনি ও তেজপাতার সঙ্গে সেমাই ভেজে নিন। তারপর এতে ফুটানো সামান্য গরম পানি মিশিয়ে নেড়ে দিন। চুলার আঁচ একদমই হালকা রাখতে হবে।
তারপর পানি শুকিয়ে আসলে চিনি ও নারকেল কোড়া দিয়ে বারবার নাড়তে হবে। প্রয়োজনে আরও একটু পানি মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। সেমাইয়ের পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা না হওয়া পর্যন্ত কয়েকবার নাড়ুন।
Advertisement
তাহলে সেমাই শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হলে সার্ভিং ডিশে সেমাই নিয়ে উপরে নারকেল, কিশমিশ ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন ঝরঝরে জর্দা সেমাই।
জেএমএস/জেআইএম