ধর্ম

ঈদের শুভেচ্ছা জানিয়ে বলুন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’

ঈদ মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল আজহার তারিখ নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু হয়। বিশেষ করে ঈদের দিন পরস্পর দেখা-সাক্ষাতের সময় এক মুমিন আরেক মুমিনের সঙ্গে এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের কল্যাণকর ভাব-বিনিময়  করেন। এ ভাব-বিনিময়ের ভাষা বা দোয়াটি কী?

Advertisement

পরস্পরের দেখা-সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি শিক্ষিয়েছেন। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন-

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Advertisement

অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’

>> ন্যূনতম ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।

জিলহজ মাসের ১০ তারিখ সন্ধ্যা থেকেই এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলেই পরস্পরের নেক আমল ও কোরবানি কবুলের এ দোয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করবেন। এতে আল্লাহ তাআলা এক মুমিন মুসলমানের জন্য অপর মুমিন মুসলমানের দোয়াকে কবুল করবেন। কোরবানি কবুল করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়ার মাধ্যমে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পরস্পরের কল্যাণ ও মঙ্গল কামনা করর তাওফিক দান করুন। আমিন।

Advertisement

এমএমএস/জেআইএম