করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দিন কয়েক আগেই বিদেশ থেকে শান্তিনিকেতনের পৈতৃক বাড়ি প্রতীচীতে ফিরেছেন তিনি।
Advertisement
জানা গেছে, বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ। বিশেষ করে তার বার্ধ্যক্যজনিত সমস্যা রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করেছিলেন তিনি। সেখানে তার করোনা পজিটিভ এসেছে।
অমর্ত্য সেন চিকিৎকের পরামর্শ মেনে বাড়িতেই রয়েছেন। আগামী সোমবার তার আবার করোনা পরীক্ষা করা হবে। করোনার কারণে বাইরে খুব একটা দেখা যায়নি এই অর্থনীতিবিদকে। শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতেই তিনি প্রায় দু’বছর আসেননি। গত শনিবার শান্তিনিকেতনে আসেন অমর্ত্য। তার মধ্যেই এল এই অসুস্থতার খবর।
এমএসএম/এএসএম
Advertisement