গণমাধ্যম

সাংবাদিক দম্পতিকে লন্ডন পাঠাবে প্রেসক্লাব!

সাংবাদিক দম্পতিকে লন্ডন সফরে পাঠাচ্ছে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ। শুক্রবার তাদের হাতে উড়োজাহাজের টিকিট তুলে দেয়া হবে। জাতীয় প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা নিশ্চয়ই ভাবনায় পড়ে গেছেন কেন, কী কারণে, কোন সাংবাদিক দম্পতিকে লন্ডন সফরে পাঠানো হচ্ছে। এ তথ্য মোটেই মিথ্যা নয় বৈকি। তবে কোন সাংবাদিক দম্পতিকে প্লেনের টিকিট দেয়া হবে তা জানতে আগামীকাল (শুক্রবার) বিকেল পর্যন্ত অপেক্ষার প্রহর গুণতে হবে।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে যমুনা রিসোর্টে আয়োজিত পিকনিক ও ফ্যামিলি ডেতে র‌্যাফেল-ড্র বিজয়ী কোন ক্লাব সদস্যের ভাগ্যে জুটবে ঢাকা-লন্ডন-ঢাকার টিকিট। শুধু কি তাই র‌্যাফেল ড্রয়ের পুরস্কার হিসেবে আরও থাকছে দুই দুটি মোটরসাইকেল, ঢাকা-মিয়ানমার-ঢাকা বিমান টিকিট, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মোবাইলসহ অসংখ্য পুরস্কার।জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান আরেফিন এ তথ্য জানিয়ে বলেন, পিকনিকের সামগ্রিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ক্লাব সদস্য সাড়ে ৬শ পরিবারের প্রায় দুই সহস্রাধিক সদস্য পিকনিকে যাচ্ছেন। কমলাপুর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় বিশেষ ট্রেনযোগে যমুনা রিসোর্টের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। বিশেষ ট্রেনটিতে মোট ২০টি বগি থাকবে।তিনি আরো জানান, ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা যাতে পিকনিক আনন্দে কাটাতে পারেন সেজন্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ব্যবস্থা রাখা হচ্ছে। খাবারের মেনুতে সাদা ভাত, গরু ও মুরগীর কারি, ভেজিটেবল থাকবে। এছাড়া থাকবে টাঙ্গাইলের চমচম, চা কফি ও মজাদার পানের ব্যবস্থা।রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গতবছর প্রেসক্লাবের পিকনিক অনুষ্ঠিত হয়নি। বর্তমান ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণের পর কয়েকদফায় আট শতাধিক নতুন সদস্যপদ দিয়েছে বলে জানা গেছে। ফলে এবারের পিকনিককে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।জানা গেছে, প্রায় সাড়ে ৬শ সদস্য তাদের স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে পিকনিকে যাচ্ছেন। পিকনিকটি উপভোগ্য হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন। সদস্যদের ৭টার মধ্যেই কমলাপুর স্টেশনে থাকার অনুরোধ জানানো হয়েছে।এমইউ/এসকেডি/বিএ

Advertisement