দেশজুড়ে

সংস্কৃতি ও কৃষ্টি গোটা জাতিকে উজ্জীবিত করবে

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, আমাদের শিল্প, সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরে গোটা জাতিকে উজ্জীবিত করতে হবে। জাতি  হিসেবে আমরা তখনই এগিয়ে যাবো-যখন নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে লালন করতে পারবো। শিশুরাও যাতে এক্ষেত্রে এগিয়ে আসতে পারে সেজন্য গুরুত্বারোপ করেন তিনি।বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি সংস্কৃতিক উৎসব উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ প্রমুখ।  পরে প্রধান অতিথি জেলার পাঁচ গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা স্মারক, উত্তরীয় ও দশ হাজার টাকার চেক প্রদান করেন। তারা হলেন, বিপুল কুমার দাশ (সঙ্গীত), শুকলাল ভক্ত ( যাত্রাশিল্প), মনোজ কুন্ডু (নাট্যকলা), অ্যাড. তপন কুমার সরকার (যন্ত্র সঙ্গীত) ও মো. মোস্তাফিজুর রহমান সেলিম (আবৃত্তি)।এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর

Advertisement