লাইফস্টাইল

মেহেদির রং যেভাবে গাঢ় করে লেবু-চিনি

বিভিন্ন উৎসবে মেহেদির ব্যবহার যুগ যুগ ধরেই চলমান। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে নববর্ষ, ঈদ এমনকি ঘরোয়া উৎসবেও মেহেদি ব্যবহার করেন কমবেশি সব নারী।

Advertisement

বিশেষ করে ঈদের দু-চারদিন আগ থেকেই ছোট-বড় সবাই মেহেদি উৎসবে মেতে ওঠে। তবে কষ্ট করে মেহেদি পরলেও অনেক সময় দেখা যায়, এর রং ঠিকমতো বসেনি। তখন অনেকেরই মন খারাপ হয়ে যায়।

প্রাথমিকভাবে মেহেদি কম সময়ের জন্য হাতে রেখে দিলে রং হালকা হওয়ার সম্ভাবনা থাকে। মেহেদিতে থাকে লসোন নামক একটি উপাদান। এটিই মূলত ত্বকের কোষ, কোলাজেন এবং কেরাটিনের সঙ্গে মিশে গাঢ় বাদামি রং ধারণ করে।

মেহেদি রং গাঢ় পেতে ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রাখতে হয়। এর পাশাপাশি ঘরোয়া কিছু টোটকা অনুসরণ করলে সহজেই পাবেন মনমতো গাঢ় রং। জেনে নিন মেহেদির রং গাঢ় করার উপায়-

Advertisement

মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস ও চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর যখন মেহেদি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘষে তুলে ফেলুন।

এরপর সরিষার তেল ব্যবহার করুন মেহেদির স্থান। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে মেহেদির স্থান ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে। তবে লেবু ও চিনির দ্রবণ অতিরিক্ত ব্যবহার করবেন না।

অন্যদিকে সাবান পানি দিয়ে কখনো মেহেদি তুলবেন না। শুকিয়ে গেলে এমনিতেই ঝরে পড়বে মেহেদি। আর মেহেদি তুলে ফেলার পরও কমপক্ষে ১২ ঘণ্টা ওই স্থানে পানি লাগাবেন না।

আসলে মেহেদি ব্যবহার করে দীর্ঘক্ষণ রেখে দিলে রং গাঢ় হওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি লেমন অয়েল, ইউক্যালিপটাস তেল বা লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। এতে মেহেদির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী হবে।

Advertisement

জেএমএস/জিকেএস