জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত হোসেন, সহকারী ভূমি কমিশনার ফজলে ওয়াহিদসহ এক সপ্তাহে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে জয়পুরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
ডা. তুলসী চন্দ্র রায় বলেন, ‘ইউএনও ও সহকারী ভূমি কমিশনারসহ আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমাদের চিকিৎসকরা তাদের ব্যবস্থাপত্রসহ সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। কোনো অসুবিধা হলে তাদের আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনার স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও সেইভাবে কাজ করছি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্রী শ্যামল কুমার চট্টোপাধ্যায় জাগো নিউজকে বলেন, আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৮ জন সদর উপজেলার, বাকি চারজন কালাই উপজেলার। এক সপ্তাহের মধ্যে ১ জুলাই চারজন, ৩ জুলাই পাঁচজন, ৪ জলাই ১০ জন, ৫ জুলাই তিনজন, ৬ জুলাই দুজন, ৭ জুলাই আটজনের শরীরে করোনা শনাক্ত হয়।
Advertisement
জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্বাস্থ্যবিধিসহ সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাশেদুজ্জামান/এসজে/জিকেএস