জাতীয়

সায়েদাবাদে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়, মিলছে না টিকিট

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে হাজারো ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা যায় বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর থেকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও অনেকে টিকিট পাননি বলে জানান।

Advertisement

সায়েদাবাদ বাস টার্মিনাল সরেজমিনে ঘুরে দেখা যায়, খুলনা, বরিশাল, মাদারীপুর, ভাঙ্গাসহ দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।

মাদারীপুরগামী যাত্রী নাহিদ হাসান বলেন, দুপুর ২টায় এসেছি, প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর রাত ৮টার বাসের টিকিট পেয়েছি।

তিনি আরও বলেন, আগে মাওয়া যেতাম। সেখান থেকে ফেরি পার হয়ে ওপারে গেলে সহজেই বাস পাওয়া যেত। এখন পদ্মা সেতু হলেও বাসের সংকটে অসুবিধায় পড়েছি।

Advertisement

বরিশালগামী কাওসার বলেন, লঞ্চে গেলেই ভালো হতো। ভাবলাম, পদ্মা সেতু হওয়ায় সহজে চলে যেতে পারবো। কিন্তু আগে যে সময় অতিরিক্ত লাগতো, এখন তা টিকিট কাটতেই লেগে যাচ্ছে।

এএএম/এসএএইচ/জেআইএম