দক্ষিণের সুপারস্টার। বলিউডেও তিনি বাজিমাত করেছেন নজর কাড়া অভিনয় আর আবেদন দিয়ে। তবে অভিনয়ের বাইরে একজন সংগীতশিল্পী হিসেবেও তার যথেষ্ট পরিচিতি আছে।বলছি লাস্যমায়ী-মোহনীয় হাসির শ্রুতি হাসানের কথা। আজ বৃহস্পতিবার এই অভিনত্রীর জন্মদিন। এবারে তিনি ত্রিশ বছরে পা রাখলেন। তার জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছে ফেসবুক থেকে টুইটার। বিখ্যাত অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকার বড় মেয়ে শ্রুতি হাসান। সে সূত্রে তার জন্ম ও বেড়ে ওঠা অভিনয়ের আঙিনাতে। তবে শ্রুতি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন গানের ভুবনে। ছোটবেলা থেকেই নিয়মিত গান করেন তিনি। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বাবার ছবি ‘থেবার মগন’-এ প্লে-ব্যাক করে সাড়া ফেলে দেন। তিনি দক্ষিণের সুপারহিট ‘চাচী ৪২০’ ছবিতেও গান গেয়েছেন। প্রথমে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আসলেও ২০০৭ সাল থেকে নায়িকা হয়ে পর্দা মাতিয়ে চলেছেন দক্ষিণের এই সুন্দরী। শ্রুতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলিউডপ্রেমীরাও। ২০০৯ সালে ‘লাক’ ছবি দিয়ে বি-টাউনে অভিষেক হয় তার। এ মুহূর্তে মুক্তির অপেক্ষায় আছে জন আব্রাহামের সঙ্গে ‘রকি হ্যান্ডসাম’ ছবিটি। এই ছবিটি দিয়ে বলিউডে শ্রুতির অবস্থান মজবুত হবে বলে দাবি বলিউড সমালোচকদের।এলএ
Advertisement