জাতীয়

ইউনেস্কোর আইসিএইচ কমিটিতে নির্বাচিত বাংলাদেশ

ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ-আইসিএইচ) বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারগভার্নমেন্টাল কমিটিতে বাংলাদেশ ২০২২-২৬ মেয়াদে নির্বাচিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৭ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (৬ জুলাই) ইউনেস্কোর আইসিএইচ বিষয়ক ২০০৩ কনভেনশনের সদস্য দেশগুলোর অংশগ্রহণে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে নবম সাধারণ সভায় অনুষ্ঠিত ইন্টারগভার্নমেন্টাল কমিটির নির্বাচনে বাংলাদেশ চার বছরের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভারত, ভিয়েতনাম ও মালয়েশিয়া নির্বাচিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং যুগ্ম সচিব মো. ফাহিমুল ইসলাম।

‘আইসিএইচ’র ৬টি ইলেক্টোরাল গ্রুপে সদস্যভুক্ত মোট ১৮০টি দেশের মধ্যে ১২টি সদস্যপদের শূন্যপদে বিভিন্ন দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইলেক্টোরাল গ্রুপ-৪ এর চারটি শূন্যপদে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ এর আগে ইরান ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও তারা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।’

Advertisement

এর আগে ২০২০ সালে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয় এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তা ইউনেস্কো কর্তৃপক্ষকে জানানো হয়৷

আন্তর্জাতিক এই সংস্থার ২০০৩ কনভেনশনের 'সেইফগার্ডিং ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ' শীর্ষক ইন্টারগভার্নমেন্টাল কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হওয়ার ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো।

আরএমএম/জেএস/এএসএম

Advertisement