লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক এই হাটের অনুমতি দিয়েছেন বলে স্বীকার করেছেন। তবে এ নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, স্কুল মাঠে হাট বসানোর অনুমতি কোনোভাবেই প্রধান শিক্ষক দিতে পারেন না।
Advertisement
বুধবার (৬ জুলাই) সকাল থেকে বিদ্যালয় মাঠে গরু নিয়ে আসেন বিক্রেতারা। দুপুরের পর থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাট জমে ওঠে।
সরেজমিন দেখা যায়, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশে বাঁশ স্থাপন করে গরু বাঁধা হয়েছে। স্কুলের বারান্দায় গরু বাঁধা রয়েছে। এছাড়া মাঠের পশ্চিম পাশের শহীদ মিনারেও গরু বাঁধা হয়। গরু বহনকারী ছোট-বড় পিকআপ ভ্যানের চাকা দেবে মাঠে গর্ত দেখা যায়। পরে সেখানে বালু ফেলে গর্ত ভরাট করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ শিকদার বলেন, মাঠে পশুর হাটের জন্য আমি অনুমতি দিয়েছি। বছরে একদিন হাট বসে, আমি এটার বিরোধিতা করতে পারি না।
Advertisement
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন রাজু বলেন, বিদ্যালয় মাঠ ছাড়া বাজারের কাছে খোলা অন্য কোনো মাঠ নেই। তবে বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর বিষয়ে আমি কিছুই জানি না।
হাটের ইজারাদার আজাদ হোসেন বলেন, প্রায় চার লাখ টাকায় পশুর হাটের জন্য মাঠটি ইজারা নিয়েছি। সবমিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। মাঠে বাজার বসাতে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে অনুমতি নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ভবানীগঞ্জ খোলা মাঠে পশুর হাটের জন্য ইজারা দেওয়া হয়েছে। কোনোভাবেই বিদ্যালয় মাঠে পশুর হাট বসানো যাবে না। এরই মধ্যে আমি ইউপি চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছি। পশুর হাট বসানোর অনুমতি দেওয়ার এখতিয়ার প্রধান শিক্ষকের নেই।
কাজল কায়েস/এমআরআর/এএসএম
Advertisement