কোনো খেলার মাঠে কোরবানির পশুর হাট দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
Advertisement
বুধবার (৬ জুলাই) দুপুরে উমেশ দত্ত সড়ক প্রশস্ত করতে ডিএসসিসির চলমান উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে যান মেয়র। পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা খেলার মাঠে পশুর হাট বসাতে দেইনি। এবার হাটের সংখ্যাও কমিয়ে দিয়েছি। মাত্র ১০টি হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। হাটগুলোতে ইজারাদাররা যদি কোনো শর্ত ভঙ্গ করেন, তাহলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন।
কোরবানির পশু জবাইয়ের জন্য সুনির্দিষ্ট স্থান নির্ধারণ নিয়ে তিনি বলেন, শুধু জাজেস (বিচারক) কোয়ার্টার ও অফিসার্স কোয়ার্টারের জন্য তিনটি নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ওয়ার্ডভিত্তিক কোনো নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হচ্ছে না। তবে, দুপুর ১২টার মধ্যে পশুর বর্জ্য নির্দিষ্ট বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে স্থানান্তর কেন্দ্রে পৌঁছে দিতে হবে।
Advertisement
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে উল্লেখ করে মেয়র জানান, সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এর আগে শেখ তাপস পূর্ব নন্দিপাড়ায় ৫৬তম এসটিএস ও ধানমন্ডি লেকের ৭ নম্বর সেক্টরে ‘নায়রী’ রেস্তোরাঁ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান প্রমুখ।
এমএমএ/এসএএইচ/জিকেএস
Advertisement