দেশজুড়ে

খুলনায় সাড়ে চারমাস পর করোনায় একজনের মৃত্যু

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

Advertisement

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাষ রঞ্জন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত নারীর বয়স ৬৮ বছর। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়।

ডা. সুহাষ জানান, খুমেকের করোনা ইউনিটে ১৩৪ দিন পর করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি করোনা পজিটিভ একজন রোগী মারা যান।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে তিনজন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে একজন রেড জোনে, একজন আইসিইউতে এবং একজন ইয়েলো জোনে রয়েছেন।

Advertisement

এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

আলমগীর হান্নান/এমআরআর/জিকেএস