ক্যাম্পাস

রাবির শেখ রাসেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেখ রাসেল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আনসার উদ্দীন ও রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক।স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাবি স্কুলের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আলী আহসান।অনুষ্ঠানে উপাচার্য খেলোয়াড়দের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও প্রদান করেন। প্রতিযোগিতার ২৫টি ইভেন্টে প্রায় শতাধিক খেলোয়াড় অংশ নেন।রাশেদ রিন্টু/এআরএ/পিআর

Advertisement