সাহিত্য

কবি মফিজুল ইসলামের ৬৪তম জন্মদিন পালিত

‘আজ এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায়’ এই স্লোগানের মধ্য দিয়ে শরীয়তপুরের শিশু সংগঠক, বীর মুক্তিযোদ্ধা কবি মফিজুল ইসলামের ৬৪তম জন্মদিন পালিত হয়েছে। শরীয়তপুর সাহিত্য একাডেমি ও কবি ভাই কল্যাণ স্ট্রাস্টের আয়োজনে সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে কবি মফিজুল ইসলামের ৬৪তম জন্মদিনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।শরীয়তপুর পৌরসভার মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত কবির ৬৪তম জন্মদিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলা একাডেমির ফেলো খালেক বিন জয়েনউদ্দীন, গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, বাংলা একাডেমির উপ-পরিচালক কবি ড. তপন বাগচী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুর জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, সদর উপজেলা কমান্ডার আব্দুল আজিজ শিকদার।এ সময় আন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সভাপতি ও চিতলীয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর- রশিদ, তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুকুল চন্দ্র রায়, মোল্যা নাজিম উদ্দিন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সুশীল চন্দ্র দেবনাথ, কবি-লেখক সাংবাদিক এস.এম শফিকুল ইসলাম স্বপন, কবি কামাল মল্লিক। এসময় কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, শিক্ষক ও গুণীজনরা উপস্থিত ছিলেন।ছগির হোসেন/এসএস/আরআইপি

Advertisement