খেলাধুলা

রাশিয়ান খেলোয়াড় নিষিদ্ধ করায় উইম্বলডনকে জরিমানা

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পরোক্ষ প্রভাব পড়েছে চলতি উইম্বলডন টেনিসেও। এবারের উইম্বলডনে খেলতে পারছেন না রাশিয়ার কোনো খেলোয়াড়। রাশিয়াকে সমর্থন দেওয়ায় বেলারুশের খেলোয়াড়দেরও একই নিষেধাজ্ঞা দিয়েছে উইম্বলডন।

Advertisement

এটি আবার মেনে নেয়নি উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) ও অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস (এটিপি)। যে কারণে বড় জরিমানা করা হয়েছে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) ও লন টেনিস অ্যাসোসিয়েশনকে (এলটি)।

দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী এইএলটিসিকে সাড়ে ৭ লাখ ডলার ও এলটিএকে আড়াই লাখ ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি এবারের উইম্বলডনে কোনো র‍্যাংকিং পয়েন্ট দেওয়া হবে না বলে জানিয়েছে ডব্লিউটিএ ও এটিপি ট্যুর।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্য এরই মধ্যে আবেদন করেছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। ক্লাবের প্রধান নির্বাহী স্যালি বোল্টন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা আপিল করেছি।’ তবে শুনানি হওয়ার আগেই জরিমানার পুরো অর্থ পরিশোধ করতে হবে উইম্বলডন আয়োজকদের।

Advertisement

এসএএস/জিকেএস