ফিচার

জগদীশচন্দ্র গুপ্তের জন্ম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০৫ জুলাই ২০২২, মঙ্গলবার। ২১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা৬৬১- ইমাম হাসান (রা.) মুয়াবিয়া (রা.)’র মধ্যে সন্ধি স্থাপন।১৬৮৭- ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশিত হয়।১৯৪৭- ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।১৯৯৪- ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।১৯৯৬- ব্রিটেনের বিজ্ঞানী ড. উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ‘ডলি’ জন্ম নেয়।

জন্ম১৮৮৬- বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার জগদীশচন্দ্র গুপ্ত। পৈতৃকনিবাস ফরিদপুর জেলার খোর্দ মেঘচারমি গ্রামে। পিতা কৈলাশচন্দ্র গুপ্ত কুষ্টিয়া আদালতের বিশিষ্ট আইনজীবী ছিলেন। পিতার কর্মসূত্রে জগদীশ গুপ্ত কুষ্টিয়া জেলার আমলাপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ভারত উপমহাদেশের অন্যতম বাঙালি ঔপন্যাসিক এবং ছোটগল্পকার ছিলেন। তিনি মূলত কথাসাহিত্যিক হলেও সাহিত্যিক জীবনের শুরুতে কবিতা লিখেছেন ও একটি কবিতা সংকলন প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে আছে অসাধু সিদ্ধার্থ, বিনোদিনী, উদয়লেখা, মেঘাবৃত অশনি, দুলালের দোলা, নিষেধের পটভূমিকায়, লঘুগুরু।১৮৮৯- ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা জঁ ককতো। ১৯০১- প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার।১৯৮২- ইতালীয় ফুটবলার আলবের্তো জিলার্দিনো।

Advertisement

মৃত্যু১৯৫৭- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী প্রতুলচন্দ্র গঙ্গাপাধ্যায়। ১৯৬৫- দরদী চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা বনবিহারী মুখোপাধ্যায়।১৯৯৩- বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়। ২০০৭- ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়।

কেএসকে/জিকেএস