ক্যাম্পাস

রাবি অধ্যাপকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসের (৫৮) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ চেম্বারে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র রায় জানান, তিনি বিভাগের নিজস্ব চেম্বারে দরজায় ঢোকার সময় স্ট্রোক করেন। ঠিক পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথেই তিনি মারা গছেন বলে জানান রাজশাহী মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক।মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।বৃহস্পতিবার বাদ আছর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বাগেরহাট জেলায় তার নিজ গ্রামে দাফন করা হবে বলে জানান বিভাগের সভাপতি অধ্যাপক মো. রিপতার হোসেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।রাশেদ রিন্টু/এসএস/আরআইপি

Advertisement