দেশজুড়ে

বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে হত্যাচেষ্টা, যুবলীগ নেতা কারাগারে

নোয়াখালীর সুবর্ণচরে বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে হত্যাচেষ্টায় অভিযুক্ত যুবলীগ নেতা আবুল হোসেন সানাজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (৪ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য রোববার (৩ জুলাই) রাতে সানাজকে আটক করে পুলিশ। পরে মামলা দিয়ে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার সানাজ সুবর্ণচর উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের মৃত আজাহার আহমেদের ছেলে। তিনি চরওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

Advertisement

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুক্তভোগী বৃদ্ধের ছেলে ইউপি মেম্বার মো. রিপন বাদী হয়ে আবুল হোসেন সানাজসহ আটজনের নামোল্লেখ করে মামলা করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক আবুল হোসেন সানাজকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে শনিবার (২ জুলাই) দিনগত রাত ১২টার দিকে চরওয়াপদা ইউনিয়নের থানারহাট এলাকায় শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারী (৬৫) নামের এক বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে হত্যাচেষ্টা করে দুর্বৃত্তরা। রোববার সকালে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা দেড়ঘণ্টা অস্ত্রোপচার করে টর্চলাইটটি বের করেন।

ভুক্তভোগীর ছেলে ইউপি মেম্বার মো. রিপন অভিযোগ করে বলেন, ‘আমার বাবা চট্টগ্রামে মাইজভান্ডারির সঙ্গে জড়িত। তিনি এলাকায় একটি মসজিদ ও মাদরাসা করার উদ্যাগে নিলে স্থানীয়দের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। পরে চরওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল হোসেন সানাজের নেতৃত্বে দুর্বৃত্তরা আমার বাবাকে জঙ্গলে নিয়ে বেদম মারধর করে। তাকে নির্মম নির্যাতন করা হয়েছে। একটি বড় টর্চলাইট তার পায়ুপথে ঢুকিয়ে হত্যাচেষ্টা করে সন্ত্রাসীরা।

Advertisement

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস