জাতীয়

বিনিয়োগের টাকা ফেরত না পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যাচেষ্টা

একটি কোম্পানিতে বিনিয়োগকৃত এক কোটি ২৬ লাখ টাকা ফেরত না পাওয়ার হতাশায় গাজী আনিস (৫০) নামের এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় প্রেস ক্লাব থেকে দগ্ধ অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক।

গাজী আনিসকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মাদ আলী জানান, গাজী আনিস কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। হেনোলাক্স কোম্পানির কাছে তিনি এক কোটি ২৬ লাখ টাকা পেতেন। এ নিয়ে কয়েকবার সংবাদ সম্মেলনও করেন। টাকা ফিরে না পাওয়ার হতাশায় তিনি আত্মহত্যাচেষ্টা করে থাকতে পারেন।

Advertisement

শাহবাগ থানার এসআই গোলাম হোসেন বলেন, আনিসের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বাবার নাম ইব্রাহিম বিশ্বাস। তিনি হেনোলাক্স কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পান। দীর্ঘদিন ধরে এই টাকা না দেওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গাজী আনিসের ভাই গাজী নজরুল ইসলাম বলেন, আমার ভাই হেনোলাক্স কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পাবে। দীর্ঘদিন ধরে টাকা ফিরে পাওয়ার চেষ্টা করেছে।

গত ২৯ মে গাজী আনিস প্রেস ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ২০১৬ সালে হেনোলাক্স গ্রুপের কর্ণধার মো. নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রেই ২০১৮ সালে তিনি এই টাকা হেনোলাক্স গ্রুপে বিনিয়োগ করেন।

এমআইএস/কাজী আল-আমিন/বিএ/এমএস

Advertisement