বিনোদন

চলচ্চিত্রের সাথেই আমার প্রথম প্রেম : ইমন

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও মামনুল হাসান ইমন এখন হালের ব্যস্ত চিত্রনায়কদের একজন। গেল বছর ইমন অভিনীত ‘পুত্র এখন পয়সাওয়ালা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপাতার জল’, ‘অন্তরঙ্গ’- এই চারটি ছবি মুক্তি পায়। ছবিগুলোতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা যোগ হয়েছে ইমনের ঝুলিতে। তাই নতুন বছরেও বেড়েছে অনেক প্রাপ্তির প্রত্যাশা।সে লক্ষেই চলতি মাসের ৮ তারিখে ইমন অভিনীত চাষী নজরুল ইসলামের সর্বশেষ ছবি ‘ভুল যদি হয়’ ছবিটি মুক্তি পেয়েছে। ‘পরবাসিনী’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’ নামে আরো দু’টি চলচ্চিত্র শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। হাতে আছে আরো বেশ কিছু ছবির কাজ।তবে মুক্তির অপেক্ষায় থাকা ছবি দু’টি নিজের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করেন ইমন। নায়ক এ নিয়ে বললেন, ‘আমার ক্যরিয়ারের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে এই দু’টি অন্যতম। এর কারণ ‘পরবাসিনী’ ছবিটি দেশের প্রথম সায়েন্স ফিকশন মুভি। যার জন্য দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। অন্যটি বিগ বাজেটের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’। সেখানেও ভিন্ন লুকে আমাকে দেখতে পাবেন দর্শকেরা।’সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে জনপ্রিয় চিত্রনায়ক ইমন জানালেন তার জীবনের প্রথম কিছু ঘটনা। সেলুলয়েডের ব্যস্ত চিত্রনায়কের জীবনের বেশ কিছু প্রথম তথ্য নিয়ে জাগো নিউজ বিনোদনের এই আয়োজন-প্রথম স্কুলহায়দার আলী স্কুল, মুগদাপাড়া। আমার বয়স যখন পাঁচ-ছয় বছর তখনই স্কুলে যেতে শুরু করি। আজো মনে পড়ে আব্বা আমাকে রিক্সায় করে স্কুলে নিয়ে যেতেন এবং ছুটি হলে বাসায় নিয়ে আসতেন। প্রথম শিক্ষকএক্কেবারে প্রথম শিক্ষক আমার মা। তার কাছ থেকেই লেখা এবং অক্ষর চেনা শিখি। এরপর কাশেম স্যার। তিনি আমার প্রিয় শিক্ষক ছিলেন। স্যার গণিত শেখাতেন। স্যার জানতেন আমি অংকে কিছুটা কাঁচা ছিলাম। সেজন্য তিনি আমাকে এক্সট্রা কেয়ার নিতেন। পরে গণিতের উপর ভীতিটা কেটে যায়। প্রথম পড়া বইগোপাল ভাঁড়ের বই পড়েছি এবং আমার প্রথম পড়া উপন্যাস জহির রায়হানের ‘হাজার বছর ধরে’। অনেকবার পড়েছি এটি। এছাড়া সমরেশ মজুমদার, হুমায়ূন আহমেদের বই পড়তেও খুব ভালো লাগে।প্রথম ক্যামেরার সামনে আসার অভিজ্ঞতা২০০৬ সালে প্রথম তিব্বত স্যান্ডেলিনা পাউডার বিজ্ঞাপনের শুটিং করেছিলাম। মনে পড়ে ভারতে এর শুটিং হয়েছিল। শট দেওয়ার সময় আমি খুব ঘেমে যাচ্ছিলাম। খুব সহজ শট ছিল। কিন্তু শুধু আমার কারণে শট অনেকবার এনজি হয়েছিল। আমি আসলে একটু নার্ভাস ছিলাম।প্রথম বিলবোর্ডফ্যাশন হাউজ বাংলার মেলার মডেল হিসেবে, ২০০৪ সালে।প্রথম পারিশ্রমিক২০০৫ সালে আমি দৈনিক পত্রিকার একটা ফটোশুট করে চার হাজার টাকা পেয়েছিলাম। এটাই ছিল আমার জীবনের প্রথম পারিশ্রমিক। টাকাটা পেয়ে আমি দুই-তিন দিন শুধু গুনেছিলাম। তারপর সেই টাকা দিয়ে আম্মুকে একটা উপহার কিনে দিয়েছিলাম। আর বাকি টাকা দিয়ে আমি আমার জন্য শপিং করেছি।প্রথম প্রেমপ্রেমের সংজ্ঞা একেক ক্ষেত্রে একেক ধরণের। তবে যখন থেকে বুঝতে শিখি তখন থেকেই চলচ্চিত্রের সাথেই আমার প্রথম প্রেম। ছোটবেলা থেকে প্রচুর ছবি দেখেছি। অনেকেই আমাকে চ্চলচ্চিত্রের পোকা বলতো! আর বাস্তব জীবনে যে মানুষের সাথে আমার প্রেম হয় বর্তমানে সে আমার স্ত্রী। তার সাথে আমার মন দেয়া-নেয়া সেই ২০০৭ সালের দিকে। প্রথম অভিনীত চলচ্চিত্রএক বুক ভালোবাসা।প্রথম বিএফডিসিতে আসার গল্পচলচ্চিত্রের জন্য বিএফডিসি অনেক বিশাল কিছু। আমার সব সময় এখানে আসতে ইচ্ছে করত। প্রথম বিএফডিসিতে এসেছিলাম ‘এক বুক ভালোবাসা’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য। এত মানুষ একসঙ্গে দেখে আমি ভড়কে গিয়েছিলাম। কিন্তু সবাই আমার অনেক দেখাশোনা করেছিলেন। কেউ আমার চুল ঠিক করে দিয়েছিলেন, কেউ বা আমার পোশাক। সবাই আমাকে হিরো হিরো বলেও ডাকছিলেন। আমারও খুব সহজ লাগতে শুরু করল। আজও সবার সেই ভালোবাসার কথা আমার মনে আছে। সে ব্যাপারগুলো কোনোদিন ভুলবো না। এনই/এলএ

Advertisement