আরো সাংঘাতিক হতে পারতচায়ের দোকানে আড্ডা হচ্ছে। এক লোক বললেন, ‘ঘটনা শুনেছেন। গত রাতে আমাদের এলাকার মজনু সাহেব বাড়িতে ফিরে দেখেন, স্ত্রী তার এক বন্ধুর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় আছেন। এই দেখে তিনি রাগ দমাতে না পেরে সঙ্গে সঙ্গে রিভলবার বের করে গুলি করে দু’জনকে মেরে নিজেও আত্মহত্যা করলেন।’পাশে বসে থাকা অপরজন বললেন, ‘এটা তো তেমন কিছুই নয়, ঘটনা আরো সাংঘাতিক হতে পারত।’প্রথম লোক বললেন, ‘কি বলেন? এক সঙ্গে ট্রিপল ট্রাজেডি আর আপনি বলছেন আরো সাংঘাতিক হতে পারত? তো কি রকম সাংঘাতিক হতে পারত?’অপরজন বললেন, ‘গতকাল যদি সোমবার না হয়ে বৃহস্পতবিার হতো তাহলে ঐ গুলিটা আমাকেই খেতে হত। ****আপনার চেয়ে ভালো কথা বলবেএক তোতলা লোক পাখির দোকানে গিয়ে-তোতলা : ভা-ভা-ই, এ-এ-টা কী পা-পা-খি?দোকানি : তোতা পাখি।তোতলা : পা-পা-খি-টা-র দা-দা-ম ক-ক-ত?দোকানি : আপনি নিলে একদাম এক হাজার টাকা?তোতলা : এ-এ-ত টা-টা-কা দা-ম। ক-ক-ম হ-বে না?দোকানি : না কম হবে না।তোতলা : আ-চ্ছা ভা-ভা-ই, এ-ক হা-হা-জা-র টা-কা-য় দি-ব, কি-ন্তু পা-পা-খি-টা ক-ক-থা ব-ল-বে তো?দোকানি : আপনার চেয়ে ভালো কথা বলবে, নিয়ে যান।****মান-ইজ্জত সব ডুবালিভদ্রলোক মাছ কিনতে গেছেন। বড় একটা মাছ দেখে-ভদ্রলোক : মাছ কত করে কেজি?মাছওয়ালা : একশ’ বিশ টাকা।ভদ্রলোক : পেট এত মোটা কেন? পেটে ডিম নেই তো?মাছওয়ালা : না স্যার, একটা ডিমও নেই। আমার মাছ না?ভদ্রলোক মাছ কাটার জন্য বললেন। কিন্তু কাটার পরেই পেট থেকে ডিম বের হল। মাছওয়ালা একটুও ভিমড়ি না খেয়ে মাছটা হাতে নিয়ে কান্নার ভঙ্গিতে-মাছওয়ালা : ছি! ছি! এ তুই কী করলি? আমার মান-ইজ্জত সব ডুবালি? আমি জানি তুই সতি-সাধ্বী। আর তুই কিনা...। অবুঝ মাছ স্যার, মাফ করা যায় না?****চল্লিশ পয়সায় কলা পাবোএক ভদ্রলোক কলার দোকানে গিয়ে-ভদ্রলোক : এই যে ভাই, কলা কত করে?দোকানি : একটা কলা এক টাকা।ভদ্রলোক : ষাট পয়সায় দিবেন?দোকানি : ষাট পয়সায় খোসা দেব।ভদ্রলোক : তাহলে চল্লিশ পয়সায় কলা পাবো, জলদি দেন।এসইউ/আরআইপি
Advertisement