টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর প্রথম বারের মত এবারই টি-টুয়েন্টি ফরম্যাটে হবে এশিয়া কাপের আসর। ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। বুধবার টুর্নামেন্ট শুরু ও ফাইনালের তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের লড়াইয়ে পর্দা ওঠার পর এশিয়া কাপের ঝলকানি থামবে ৬ মার্চ ফাইনালে। আর ২৭ ফেব্রুয়ারি হবে কাঙ্ক্ষিত চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই।এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্বও হবে বাংলাদেশ। যাতে অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।এশিয়া কাপের চূড়ান্ত সূচি:ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ-ভারতফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা-বাছাই পর্ব পেরিয়ে আসা দলফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ-বাছাই পর্ব পেরিয়ে আসা দলফেব্রুয়ারি ২৭: ভারত–পাকিস্তানফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ–শ্রীলঙ্কাফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান–বাছাই পর্ব পেরিয়ে আসা দলমার্চ ১: ভারত–শ্রীলঙ্কামার্চ ২: বাংলাদেশ–পাকিস্তানমার্চ ৩: ভারত–বাছাই পর্ব পেরিয়ে আসা দলমার্চ ৪: পাকিস্তান–শ্রীলঙ্কামার্চ ৬: ফাইনালএমআর/আরআইপি
Advertisement