নেইমার-সুয়ারেসের অসাধারণ নৈপুণ্যে কোপা দেল রের শেষ চার নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ফিরতি লেগে ৩-১ গোলে জেতে বার্সা। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৫-২ ব্যবধানে, প্রথম পর্বে ২-১ গোলে জিতেছিল তারা।নিজেদের মাঠে খেলতে নেমে শুরুতে গুছিয়ে উঠতে কিছুটা সময় নেন বার্সা। এ সুযোগে ম্যাচের ১১ মিনিটে স্পেনের ফরোয়ার্ড আরিৎজ আদুরিস লম্বা পাস থেকে বল পেয়ে গোল করে পুরো ক্যাম্প ন্যুকে থমকে দেয় উইলিয়ামস। এগিয়ে গিয়ে বার্সেলোনার রক্ষণে আরও চাপ বাড়ায় বিলবাও। ১০ মিনিটের মধ্যে তিনটি দারুণ আক্রমণ করে তারা। সপ্তদশ মিনিটে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যেতে পারতো অতিথিরা, উইলিয়ামসের কোনাকুনি শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা। তবে দ্রুতই অবশ্য নিজেদের গুছিয়ে নেয় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে একের পর এক আক্রমণ করতে থাকে দলটি, বেশ কবার প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন নেইমার। কিন্তু সাফল্য না মেলায় পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় চ্যাম্পিয়নদের।দ্বিতীয়ার্ধের শুরুতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ৫২ মিনিটেই সমতাসূচক গোল পেয়ে যায় বার্সেলোনা। ডি বক্সের মধ্যে বাঁদিক থেকে লিওনেল মেসির আড়াআড়ি পাসে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন লু্ইস সুয়ারেস। ম্যাচের ৭৯তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শট করেছিলেন ব্রাজিল অধিনায়ক কিন্তু ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে ৮১ মিনিটে দানি আলভেসের বাড়ানো বল থেকেই হেডে দলকে এগিয়ে দেন পিকে।জেরার্ড পিকের এই গোলে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে যাওয়া বার্সেলোনার সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান নেইমার; এক জনের বাধা এড়িয়ে ডি বক্সে ঢুকে সামনে থাকা আরও দুজনের মধ্যে দিয়ে জোরালো শটে বল জালে জড়ান ব্রাজিলীয় এই তারকা। বাকি সময় আর গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-নেইমাররা।এমআর/আরআইপি
Advertisement