প্রবাস

মালয়েশিয়ায় কানাডা প্রবাসী ড. তারেক আলীর মৃত্যু

কানাডার মন্ট্রিয়ল প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, খ্যাতনামা গণিতজ্ঞ এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অংক শ্রাস্ত্রের অধ্যাপক প্রবাসীদের প্রিয় ব্যক্তিত্ব ড. তারেক আলী আর নেই। রোববার মালয়েশিয়ায় একটি অংকবিষয়ক সেমিনারে যোগ দিতে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তার স্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ ড. ফৌজিয়া আলী এবং একমাত্র পুত্র ড. নাবিল আলীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্য সংবাদ কানাডায় পৌঁছার সঙ্গে সঙ্গে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শোকগাথা, শোকবাণী আর তার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়া স্মৃতির ভাণ্ডার থেকে রকমারি ছবি এবং ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ করে বিনম্র শ্রদ্ধা জানায়।উল্লেখ্য, আমৃত্যু শিক্ষানুরাগী ড. তারেক ছিলেন একজন অত্যন্ত সজ্জন, নিরহংকার, বিনয়ী, এবং দয়ালু ব্যক্তিত্ব হিসেবেই প্রবাসীদের মধ্যে সুপরিচিত ছিলেন। গণিত বিশেষজ্ঞ এই শিক্ষাবিদ প্রবাসীদের প্রিয় ও পরিচিত স্বজন ছিলেন। মন্ট্রিয়লে প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দিতেন। ড. তারেক সাইদ খ্যাতিনামা গণিতজ্ঞ হওয়াতে বিশ্বের বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসাবেও কাজ করতেন।এরই সুবাদে তিনি একটি আন্তর্জাতিক গণিতবিষয়ক সেমিনারে অংশ নিতে মালেশিয়ার কুয়ালালামপুরে গিয়েছিলেন। গণিত সম্মেলন চলাকালেই তিনি মৃত্যুবরণ করেন। বুধবার মালয়েশিয়া থেকে তার মরদেহ কানাডার মন্ট্রিয়লে পৌঁছার কথা রয়েছে। মরদেহ কানাডায় পৌঁছার পর পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে নামাজে জানাজার সময় ও স্থান জানানো হবে বলে জানা গেছে।কানাডা প্রবাসী শিক্ষাবিদ, গণিতজ্ঞ ড. তারেকের অকাল প্রয়াণে কানাডা এবং মালয়েশিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএ পরিবার তার মৃত্যুতে গভীর শোক বিনম্র শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, তার অকাল প্রয়াণে প্রবাসীদের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।বিএ

Advertisement