সিলেটে বেসরকারি এনজিও সংস্থা সীমান্তিকের শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েক হাজার কম্বল। বুধবার রাত সাড়ে ১০টায় মোমবাতি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে উপশহর এ ব্লকের ৭নং রোডের ১২/৩ নম্বর বাসার ৫ম তলায় অগ্নিকাণ্ড ঘটে। ছয়তলা বিশিষ্ট ওই ভবনের ৫ম তলায় কয়েক হাজার কম্বল রাখা ছিল। অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় পুড়ে যায় সবগুলো কম্বল।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। তারা প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।হঠাৎ আগুন দেখে বিপুল সংখ্যক উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। তবে, সীমান্তিকের কোনো কর্মকর্তা বাসার ভেতরে ছিলেন না। কেবল দারোয়ান বাসার বাইরে অবস্থান করছিলেন।সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন ড. আহমদ আল কবির। খবর পেয়ে সীমান্তিকের সাধারণ সম্পাদক শামীম আহমদসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান।ছামির মাহমুদ/বিএ
Advertisement