সাহিত্য

মোরশেদুল ইসলামের একগুচ্ছ কবিতা

ঘুমিয়ে পড়ে শব্দেরা

Advertisement

আষাঢ়ের বরষায় কদম ফুলের মতো ভিজেযায় আমার ইচ্ছেরা, আমার শব্দেরা।নতুন উদ্যম নিয়ে মনের ছাদে শুকাতে দিইসেই ভেজা ইচ্ছে, সেই ভেজা শব্দদের;মেঘলা আকাশের নিচে কেমন বিষণ্নভাবে দোল খায়তারা পশ্চিমা বাতাসে!

গোধূলির মতো তুমি আজ এই বরষায়।প্রতীক্ষায় থাকতে থাকতে বিকেলের পায়ে ব্যথা;সময়ের পিঠে আসে রাত–আমার শব্দগুলো ঘুমিয়ে যায় তোমার আশায়!

****

Advertisement

মরিনি কেউই

ঠিক মৃত্যুর মতোই কিছু একটা ঘটেছিলকিন্তু মরিনি যে কেউই!বেঁচে আছি দুজনেই আজও এই শহরেই–যেখানে গোধূলি নামে আজরাইলের মতোইআলতো অদৃশ্য ডানায়...আঁধারের বুক চিঁড়ে ফের যেন জন্ম নিই;ছোট্ট বুকের ভেতরে বিশাল এক গারদহাসি মুখে বয়ে যাই...বাতাসে বেলির মতো জান-যৌবন হারাই!

****

দমিত বাসনা

Advertisement

শিমুল কাঁটার মতো গাল ফুঁড়ে বের হয়দমিত প্রেম ও কাম।বুড়োরা ধাঁধায় পড়ে ব্রণ দেয় নাম।তারও দাগ কালো হয়ে, হয়ে যায় ক্ষয়বাসনারা বেঁচে থাকে, আকাশ হৃদয়!

****

সুহৃদ আষাঢ়

আষাঢ়ের ঝুম বৃষ্টি আকাশের কান্না নয়;অপার ভালোবাসার এক মূর্ত রূপ।ধুয়ে মুছে সাফ করে গোলাপের ময়লাটে মলিন পাতাবিরহীর হৃদয়ের বর্ণহীন ব্যথাযা লিখে রাখে সময় জীবনের জাবেদায়।

মর্ষকামী ফোঁটাগুলো কতদূর থেকে এসেপ্রেম বিলায় ক্লেশহীন–কৃতঘ্ন পৃথিবীর পথে-প্রান্তরে;অস্থিচর্মসার দূর্বা ঘাসের শরীরে শক্তি আসে,মেদ বাড়ে, গদি পায়, ভাগ বসায় গাছের খাদ্যে,কখনোবা হয়ে যায় বিষাক্ত সাপের ডেরা!

তবু আষাঢ় ভোলে না ঘাসেদের কথা,ধৈর্যশীল চাতকের কথা,মাটির শক্ত ঢেলার কথা,ভালোবেসে চলে আসে, পাথুরে বুকের পরেব্যথা পেয়ে লীন হয় নিজে!

****

আমি নই সে

গোধূলি নামে ভুবনে। জানালা দিয়ে তোমার চোখনামে হঠাৎ রাস্তায়। চলন্ত পথিকটাকে আমায়ভেবে কাঁপছিল তোমার বুক। আমি ছিলাম না, হায়!গভীর আঁধার রাত, ভরায় তোমার কল্পলোকএক পুরুষের কণ্ঠে; চেতনা আনে আমার শোক!বুকে, চোখে কান্না নামে, আষাঢ়ের বরষা ধারায়;কারণে অকারণে তোমার জীবন সাধ হারায়–কিন্তু সেও থাকে অজানা–হয়েছি যে দূরের লোক!কখনো হয়তো কবিতা-উপন্যাস পড়ে কাঁদো একাপ্রেমিকের প্রেম দেখে, তার নিহত হয়ে যাওয়ায়!হারানো প্রেম তোমায় দূর থেকেও খুব ভাবায়–আসলে আমি নই সে–হৃদয়ের চারিদিক ফাঁকা! জানতে পারি না তোমার কান্না, না তোমার ভালোবাসামরণেও মরবে কি এই আজীবন পাওয়ার আশা?

এসইউ/এএসএম