জাতীয়

জমেনি কেনাকাটা, শঙ্কায় আজিজ মার্কেটের বিক্রেতারা

আর মাত্র আটদিন পর পবিত্র ঈদুল আজহা। অন্যান্য বছরে এই সময়ে রাজধানীর আজিজ সুপার মার্কেটে কেনাকাটার ধুম পড়লেও এবার তেমনটি দেখা যাচ্ছে না। ফলে এবারের ঈদে বেচাবিক্রি নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না ব্যবসায়ীরা।

Advertisement

শুক্রবার (১ জুলাই) আজিজ সুপার মার্কেটের দোতলায় গিয়ে দেখা যায়, ক্রেতার তেমন চাপ নেই। দুই একজন আসছেন, দেখছেন, ঘুরে ঘুরে কিনছেন। আবার কেউ না কিনে চলে যাচ্ছেন।

পাইকারি মার্কেট হিসেবে জনপ্রিয় হলেও টিশার্ট ও পোলো শার্টের জন্য খুচরা ও পাইকারি বিক্রিতে বেশ জনপ্রিয় আজিজ সুপার মার্কেট। একই সঙ্গে এ মার্কেটে পাঞ্জাবিরও বেশ চাহিদা রয়েছে।

বেশ কয়েকটি দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখনো বেচাবিক্রি তেমন শুরু হয়নি। ঈদের আর বেশিদিন বাকি নেই। ফলে এ বছর ঈদকেন্দ্রিক বেচাবিক্রিতে খুব বেশি আশাবাদী হতে পারছেন না তারা।

Advertisement

টিশার্ট, পোলো শার্ট ও পাঞ্জবি পাওয়া যায় থ্রিজি ফ্যাশনে। এখানকার বিক্রয়কর্মী মো. রাজু জাগো নিউজকে বলেন, অন্যান্য বছর ঈদকেন্দ্রিক কেনাকাটা এরইমধ্যে শুরু হয়ে যেতো। কিন্তু এবার এখনো সেভাবে বিক্রি নেই। একদিকে বন্যা অপরদিকে সবকিছুর দাম বাড়তি, এসব কারণেই মানুষ কেনাকাটা কম করছেন বলে মনে করেন তিনি।

বেচাকেনা কেমন হচ্ছে জানতে চাইলে বৃত্ত ফ্যাশনের মালিক মহিন উদ্দিন জাগো নিউজকে বলেন, বেচাবিক্রি নাই। দিনে পাঁচ হাজার টাকাও হতে চায় না। অন্যান্য বছরে এ সময়ে কেনাকাটা শুরু হলেও এবার হয়নি জানিয়ে তিনি বলেন, মানুষ আর কতো কিনবে? সব কিছুরই তো দাম বেশি।

ফাতিহা ফ্যাশনের বিক্রয়কর্মী শিহাব ইসলাম জাগো নিউজকে বলেন, বেচাকেনা নাই। করোনার সময়ও আমরা ঈদ পেয়েছি। তখনও বেচাকেনা কিছুটা ছিল। কিন্তু এবার নেই বললেই চলে।

এমআইএস/কেএসআর/এমএস

Advertisement