চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৩ জন। এসময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ৩০১ জনে। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৬৩ জন।
Advertisement
শনিবার (২ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এরআগে শুক্রবার (১ জুলাই) ৫২ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ ।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ১১ দশমিক ৮৪ শতাংশ। শনাক্তদের মধ্যে ৩৫ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Advertisement
২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৮ জন, শেভরণ হাসপাতালের ল্যাবে ৭ জন, মেডিকেল সেন্টার হসপিটালের ল্যাবে ১ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
ইকবাল হোসেন/জেএস/এমএস