দীর্ঘ ১১ বছর পর চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদকে সভাপতি এবং আবু নঈম পাটওয়ারী দুলালকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন। বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে কাউন্সিলরদের উপস্থিতিতে এ ঘোষণা দেন আশরাফুল ইসলাম। এতে করে সভাপতির পদ থেকে বাদ পড়েছেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, আপনাদের এখানে অনেক নেতা রয়েছেন। যে নেতাদের দক্ষতা রয়েছে তাদের সম্পর্কে জননেত্রী শেখ হাসিনা অবগত রয়েছেন। তিনি আমাকে এ দু’টো নাম দিয়েছেন ঘোষণা করার জন্য। এর আগে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে দল গণতান্ত্রীক আন্দোলনে যত রক্ত দিয়েছেন পৃথিবীর আর কোনো রাজনৈতিক দল নেই এত রক্ত দিয়েছে। এ দলটি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে তাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এদেশের মানুষের আস্থা অনেক বেশি।সম্মেলনে আরো বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এমপি, ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম এমপি, সুজিত রায় নন্দী, জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।ইকরাম চৌধুরী/এমএএস/আরআইপি
Advertisement