দেশজুড়ে

গোবিন্দগঞ্জে সাবেক এমপিসহ ২৬ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মান্নানসহ দলের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা ওই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, জিআর-৩৪/১৫ নাশকতা মামলায় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিসহ ২৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক দীর্ঘ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে সকলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখযোগ্য বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সাপমারা ইউনিয়ন কমিটির সভাপতি আজাহার আলী, কাটাবাড়ি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলম মিয়া, পারভেজ চৌধুরী, রাগিব  হাসান, আজিজার রহমান, ফারুক হোসেন, যুবদল নেতা নুর হোসেন প্রমুখ। আদালত সূত্র জানায়, ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় একটি ধানের তুষ ভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে জ্বালিয়ে দেয়ার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ওই মামলা দায়ের করা হয়। মামলাটি বিশেষ ট্রাইবুন্যাল-১ এর আদালতে বিচারাধীন রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি বলেন, আসামিরা দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে চলন্ত ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে বেশ কয়েকজন মানুষকে আহত ও দগ্ধ করেন। তারা আদালতে জামিন আবেদন করলে তিনি জামিন বাতিলের জন্য আদালতের কাছে প্রার্থনা করেন। আদালত তার আবেদন বিবেচনায় নিয়ে আসামিদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।অমিত দাশ/ এমএএস

Advertisement