চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৩ জনে। এর আগে ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুইজনের মৃত্যুর তথ্য দিয়েছিল সিভিল সার্জন অফিস।
Advertisement
একই সময়ে চট্টগ্রামে নতুন করে শনাক্ত হয়েছেন ৫২ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ২৫৮ জন।
শুক্রবার (১ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।
আগের দিন (বৃহস্পতিবার) ৭০ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল প্রায় ১৩ দশমিক ৬৯ শতাংশ। এর আগে ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুইজনের মৃত্যুর তথ্য দিয়েছিল সিভিল সার্জন অফিস।
Advertisement
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোভিডে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাছাড়া বিভিন্ন ল্যাবে ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ১১ দশমিক ৬৮ শতাংশ। শনাক্তদের মধ্যে ৪৪ জন নগরের এবং ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১ জন, অ্যান্টিজেন টেস্টে চারজন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে দুইজন, শেভরণ হাসপাতালের ল্যাবে সাতজন, আরটিআরএল ল্যাবে চারজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে পাঁচজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে দুইজন এবং এভারকেয়ার হসপিটালে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
ইকবাল হোসেন/কেএসআর/জিকেএস
Advertisement