দেশজুড়ে

শেরপুরে ছাত্রলীগ নেতার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা

রোগীদের খাবার সরবরাহের ঠিকাদারি কাজ না পেয়ে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে একদল নেতাকর্মী হামলা চালিয়েছে। এসময় হাসপাতালের আবাসিক চিকিৎসক ও হিসাব-রক্ষণ কর্মকর্তাকে মারপিট করা ছাড়াও ভাঙচুর করা হয়েছে। বুধবার বিকেলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালের রোগীদের খাবার সরবরাহের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। গত ৩০ডিসেম্বর ছিল দরপত্র জমাদানের শেষ সময়। সে অনুযায়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সানি ও সরকার সমর্থক খোকন মিয়া দরপত্র দাখিল করেন। মঙ্গলবার দরপত্র আহ্বানকারী কমিটি সর্বোচ্চ দরদাতা হিসেবে খোকন মিয়াকে ওই কাজের জন্য মনোনীত করে কার্যাদেশ দেয়া হয়। এদিকে রোগীদের খাবার সরবরাহের কাজ না পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা নূরে আলম সানি তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জের ধরে বুধবার বিকেলে নূরে আলম সানির নেতৃত্বে একদল সন্ত্রাসী হাসপাতালে হামলা চালায়। এসময় হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মামুনুর রশীদ ও হিসাব-রক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলামকে তারা মারপিট করে। এতে তারা দু’জনেই আহত অবস্থায় হাসপাতাল এলাকা ছেড়ে চলে যান। ঘটনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোখলেছুর রহমান কর্মস্থলে ছিলেন না। ঘটনা সম্পর্কে তিনি জানান, সর্বোচ্চ দরদাতা হিসেবে সিলেকশনে দরপত্র আহ্বানকারী কমিটি এখানে কোনো অনিয়ম বা দুর্নীতির আশ্রয় নেয়নি। অথচ নূরে আলম সানি ও তার লোকজন হাসপাতালে হামলা চালিয়ে একজন চিকিৎসক ও কর্মকর্তাকে মারপিট করেছে।হামলার ঘটনায় আহত হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মামুনুর রশীদ জানান, তারা দায়িত্বপালন করছিলেন। এ সময় ১৫/২০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সানি জানান, তিনি নিয়মিত হাসপাতালের রোগীদের খাবার সরবরাহ করে আসছেন। এবারো তিনি কাজ পেয়েছেন বলে শুনেছেন। কিন্তু হাসপাতালে এসে জানতে পারেন তাকে কাজ দেওয়া হয়নি। হাসপাতালের প্রধান কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অন্য একজনকে কাজ দিয়েছেন। তবে সেখানে কোনো হামলা চালানো হয়নি। তারা বিষয়টি জানতে গিয়েছিলেন মাত্র।শেরপুর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।লিমন বাসার/এমএএস/আরআইপি

Advertisement