ক্যাম্পাস

জাবির তিন ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক লাঞ্ছনা এবং দুই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও যৌন হয়রানির দায়ে অভিযুক্ত তিন ছাত্রলীগ কর্মীকে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।  বুধবার সকালে তাদেরকে সংগঠন থেকে এ অব্যাহতি দেয়া হয়। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল।অব্যাহতি পাওয়া ওই তিন ছাত্রলীগ কর্মী হলেন- আবু সাদাত মো. সায়েম (সরকার ও রাজনীতি বিভাগ- ৪০তম আবর্তন), জামশেদ আলম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ- ৪৩তম আবর্তন) ও জাহিদ হাসান (বাংলা বিভাগ- ৪৩ তম আবর্তন)। এরা সবাই আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলামের অনুসারী।এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদে রাসেল বলেন, “তাদের বিরুদ্ধে তদন্ত কাজ চলায় নিরপেক্ষতার স্বার্থে তাদের বিরুদ্ধে অব্যাহতির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গীর মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিপীড়ন ও তার বন্ধুকে মারধর করে অভিযুক্ত তিন ছাত্রলীগকর্মী। উক্ত ঘটনা থামাতে গিয়ে ওই তিন শিক্ষার্থীর দ্বারা লাঞ্ছনার শিকার হন বলে অভিযোগ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলাম।পরে শনিবার দুপুরে অধ্যাপক মোজাহিদুল ইসলাম এক ছাত্রীর লাঞ্ছনা ঠেকাতে গিয়ে লাঞ্ছিত হওয়ার বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্র দেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে ওইদিনই বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের ওই তিন শিক্ষার্থীকে প্রক্টর অফিস থেকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস দিয়ে তার জবাব দিতে বলা হয়েছে।এদিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত ছাত্রলীগকর্মীদের শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ‘আধিপত্য, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ’। এর আগে পৃথকভাবে বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবারের শিক্ষক লাঞ্ছনা, শারিরীক নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটানার বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকেরা এবং ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ।হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

Advertisement