জাতীয়

আইপিইউ’র ১৩৬তম সম্মেলন ঢাকায়

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলি ২০১৭ সালের মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বিশ্বের আইপিইউ’র সদস্যভুক্ত ১৬৮ দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের প্রায় ১৬০০ প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন। এ সংক্রান্ত প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা বুধবার সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. আবদুর রব হাওলাদার সভায় সভাপতিত্ব করেন।সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সফররত আইপিইউ-এর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক মিজ অ্যানডা ফিলিপ এবং আইপিইউ এর কনফারেন্স অফিসার মিজ সেলী এ্যান সদর অংশগ্রহণ করেন। সভায় আইপিইউ-এর সফররত পরিচালক মিজ অ্যানডা ফিলিপ আসন্ন সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সম্মেলনের সম্ভাব্য বিভিন্ন ইভেন্টও তুলে ধরেন।জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বলেন, এ বিশাল আন্তর্জাতিক সম্মেলনের অয়োজন করা বাংলাদেশের জন্য অনেক সম্মানের বিষয়। তিনি বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও সক্ষমতার বিষয় তুলে ধরে বলেন, এ বিশাল আয়োজনকে সফল করতে আমাদের সকলকে আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ সম্মেলনের সফল আয়োজন আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।এইচএস/একে /এমএস

Advertisement